দেশজুড়ে

গাইবান্ধায় স্কুলে আগুন : সন্দেহভাজন আটক

গাইবান্ধায় স্কুলে আগুন দেয়ার ঘটনায় রঞ্জু মিয়া নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রঞ্জুকে কুন্দেরপাড়া থেকে আটক করা হয়। রঞ্জু মিয়া কামারগানি ইউনিয়নের পারদিআরা গ্রামের মজিবুর রহমানের ছেলে।গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি স্কুলে গত বৃহস্পতিবার রাতে আগুন দেয়া হয়। ১২টার দিকে বিদ্যালয়টিতে আগুন লাগার পর দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বিদ্যালয়ের আসবাব ও কাগজপত্রগুলো রক্ষা করতে পারেনি।বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ জানান, আগুনে আসবাবপত্রের পাশাপাশি আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ৭৭ শিক্ষার্থীর প্রবেশপত্র এবং কয়েক হাজার শিক্ষার্থীর এসএসসি ও জেএসসির সনদ পুড়ে গেছে।চরাঞ্চলের মৌলবাদী একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন থেকেই ওই এলাকায় নারী, শিক্ষা এবং উন্নয়নের বিপক্ষে নানা অপতৎরতা চালিয়ে আসছিল। স্থানীয় লোকজন মনে করছেন তারাই এই বিদ্যালয়টিকে সুপরিকল্পিত ধ্বংস করতে চেয়েছে।স্কুলে আগুনের ঘটনায় প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা করেছেন।গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বলেন, রঞ্জু জড়িত থাকতে পারে। অনুসন্ধানে এমন সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই মামলায় রঞ্জুর সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।এফএ/এমএস