শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় ঝিনাইদহ পৌরসভার ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছুরাপ হোসেন (২৯) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। তার বাইকে থাকা জেলা বিএনপির সভাপতি মশিউর রহমানের ব্যক্তিগত সহকারি বকুল হোসেন (৩২) গুরুতর আহত হন। সরেজমিনে গিয়ে স্থানিয়দের কাছ থেকে জানা যায়, নিহত ছুরাপ হোসেন ও বকুল হোসেন একই বাইকযোগে কালিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিষয়খালি বাজার পার হয়ে খড়িখালি স্থানে পৌছলে পিছন থেকে বেপরোয়া গতির ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছুরাপ হোসেন নিহত হন। বকুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এমজেড/পিআর