গাইবান্ধার সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফলাক হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর ব্যক্তি হলেন, আওয়ামী লীগের কর্মী টুটুল মিয়া।শনিবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবনকালে তাদের হাতে-নাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আফলাক হোসেন গাইবান্ধার রমজান আলী সরকারের ছেলে এবং দেলওয়ার প্রামানিকের ছেলে টুটুল মিয়া। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের পরিদর্শক শামীম জানান, সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টহল টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।তারা ইয়াবা সেবনের পাশাপাশি ইয়াবার ব্যবসা করেন কি না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।জেইউ/এআরএ/