দেশজুড়ে

এমপি লিটন হত্যায় ১০ দিনের রিমান্ডে কাদের খান

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় একই আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল কাদের খানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুর সোয়া ১টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুফ এ রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান,  আদালতে পুলিশ কাদের খানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক মঈনুল হাসান ইউসুফ ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, সুন্দরগঞ্জের সরকারদলীয় এমপি লিটন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী একই আসনের জাতীয় পার্টির (এরশাদ) সাবেক এমপি কর্নেল কাদের খান। একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে পুলিশ এমপি লিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পেরেছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন হান্নান, মেহেদী, শাহীন ও রানা।এর আগে মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা শহরের কাদের খানের মালিকানাধীন গরীব শাহ ক্লিনিক থেকে সাবেক ওই এমপিকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এরপর রাতেই তাকে পুলিশভ্যানে করে গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হয়। রাতভর তিনি পুলিশ সুপার কার্যালয়ে ছিলেন। এরপর বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে কড়া নিরাপত্তায় হেলমেট পরিহিত কাদের খানকে আদালতে হাজির করে পুলিশ।জিতু কবীর/আরএআর/জেআইএম