নাটোরের সিংড়া পৌর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আস্তানা, বাড়ি ভাঙচুর ও ৩ মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করার পর ভ্রাম্যমাণ আদালতে ওই মাদক ব্যবসায়ীদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার আউকুড়ি মহলার মৃত আছর উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫০), নিংগইন মহলার মৃত ওয়াজেদ আলীর ছেলে বিষ্ণু (৫৮) ও আলিমুদ্দিনের ছেলে আলতাব (৪০)। স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহে সিংড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালুভরা মহলার ফেরদৌস, রুহুল খান, শামিমা খান, বাবলু, কালামসহ বেশকয়েকটি বাড়ি থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। তাছাড়া এলাকায় মাদকাসক্ত কিশোর-তরুণ ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করার জন্য বলা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয়রা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বুধবার সকালে বালুভরা মহল্লার ফারুক, মিলন, কাজল, বিটল, মোয়াজ্জেম, ইমরান, আরিফ, রেজা, মামুন ও পার সিংড়া মহলার মামুন, মনিরুলসহ ৪০-৫০ জন মাদক ব্যবসায়ীদের আস্তানা ও বাড়ি ঘরে ভাঙচুরের পর ওই মাদক ব্যবসায়ীদের আটক করে। এসময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেন। পরে স্থানীয় প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করার পর ভ্রাম্যমাণ আদালতে ওই মাদক ব্যবসায়ীদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এতে করে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।এমজেড/ এমএএস/আরআইপি