দেশজুড়ে

নাটোরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

নাটোরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবি শষ্য ওঠার পর বিস্তর ফাঁকা মাঠে বাংলা নববর্ষকে স্বাগত এবং পুরাতন বছরকে বিদায় জানাতে জেলার বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের সাতইল গ্রামে এই ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুব সমাজ।প্রায় ৫০ একর মাঠে তিন কিলোমিটার গোল চত্বরে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে প্রায় ২০ হাজার নারী-পুরুষ উপস্থিত হন। সাতইল উত্তরপাড়া সবুজ মাঠে ঘোড়দৌড়ের চূড়ান্ত পর্বে বিভিন্ন জেলা থেকে আসা ৬১টি ঘোড়া অংশগ্রহণ করে। তিনটি দলে চুড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকারী তিনজনকে একটি করে ফ্রিজ পুরস্কার দেয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারীদের একটি করে টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারীদের ছোট টেলিভিশন পুরস্কার দেয়া হয়।চাঁন্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার আয়োজক কামরুজ্জামান স্বপন, ইসমাইল হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ। এর আগে গত সোমবার বিকেলে ঘোড়দৌড় উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।এমজেড/বিএ/এমএস