সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দু`দিনব্যাপী পৌরসভাসহ উপজেলার ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে চাল, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার। এর মধ্যে পৌর এলাকায় অধিক ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারে এক বান্ডিল করে টিন, তিন হাজার করে টাকা ও দুই টন চাল বিতরণ করা হয়। এছাড়াও অধিক ক্ষতিগ্রস্ত উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৮টি পরিবারের মধ্যে এক বান্ডিল করে টিন ও তিন হাজার করে টাকা বিতরণ করা হয়। ৫, ৬ ও ৭ নং ইউনিয়নে দুই মেট্রিকটন চাল ও নগদ ১৮ হাজার টাকা, ৮, ১, ৯ ও ৩ নং ইউনিয়নে তিন হাজার করে নগদ টাকা ও পৌরসভায় নগদ ছয় হাজার টাকা বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার জানান, ত্রাণের জন্য সরকারিভাবে ১০ মেট্রিকটন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। পাশাপাশি অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলার তহবিলে থাকা ঢেউটিন বিতরণ করা হয়েছে।এমজেড/বিএ/এমএস