ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে মাহেন্দ্র ও টেম্পু চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়টি বেবিট্যাক্সি ও মাহেন্দ্র ভাঙচুর করা হয়।পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার ভাটই বাজারে বেবিট্যাক্সিতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে এক মাহেন্দ্র চালককে মারধর করা হয়। গাড়াগঞ্জ স্ট্যান্ডের মাহেন্দ্র চালকরা এ খবর শুনে বেবিট্যাক্সি চালকদের উপর হামলা চালায় এবং ৫টি বেবি ট্যাক্সি ভাঙচুর করে। এ সময় তারা শৈলকুপা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে। আধ ঘণ্টা সড়ক অবরোধ শেষে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় চালকরা।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান (বিপিএম, পিপিএম) জানান, দীর্ঘদিন ধরে বেবিট্যাক্সি ও মাহেন্দ্র চালকদের মধ্যে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে সকালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডতার এক পর্যায়ে সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।এমজেড/বিএ/পিআর