দেশজুড়ে

পৌরসভার সীমানা নিয়ে জটিলতা : ভোগান্তিতে প্রবাসী পরিবার

দীর্ঘ ১৫ বছরেও সীমানা নির্ধারণ করতে না পারায় চরম ভোগান্তির শিকার হচ্ছে একটি প্রবাসী পরিবার। এতে বাড়ি-ঘর নির্মাণসহ যেকোনো অবকাঠামো তৈরি করতে চরম বাধার সম্মুখীন হচ্ছে প্রভাবশালীদের। মাদারীপুর শহরের বাদামতলার হামিদ আকন্দ সড়কের পাশে পৌরসভার রাস্তার পাশে সাড়ে ১৬ শতাংশ জায়গার সীমানা নির্ধারণ না করায় এই দুর্ভোগ হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এর সমাধান চায় ভুক্তভোগী পরিবার।লিখিত অভিযোগে ক্ষতিগ্রস্ত মনিরা আক্তার কচি বলেন, ২০০২ সালের ২৯ এপ্রিল মাসে মাদারীপুর পৌরসভার ১১৪ নং মৌজার ৪২৪৮ নং আরএস ও ৪২৬৩ নং এসএ দাগ থেকে সুধা রানীর কাছ থেকে সাড়ে ১৬ শতাংশ জমি কিনি।এই জায়গার পাশেই হামিদ আকন্দ সড়ক থাকায় মাদারীপুর পৌরসভার জায়গা নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়। এরপরে কয়েক দফা পৌরসভাকে তাদের নির্ধারিত জায়গা বুঝে নেয়ার কথা বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি।সম্প্রতি আমরা ইতালি থেকে দেশে ফিরে বসতি নির্মাণ করতে গেলে স্থানীয় সাব্বির হোসেন ভূইয়া ছোটসহ কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তারা পৌরসভা থেকে রাস্তার পাশের জায়গা লিজ নিয়েছে বলে জানালে, আমরা পৌরসভাকে বিষয়টি অবহিত করি। এরপরও পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে আমার মা সেলিনা আক্তার বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। আমরা চাই, পৌরসভার মেয়রসহ যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করে আমাদের বসতি তৈরি করার ব্যবস্থা করুক। না হলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।এ ব্যাপারে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পৌরসভা কখনো জায়গা-জমি মাপার দায়িত্ব নেয় না। তবে পৌরসভার নির্ধারিত জায়গাতে কোনো জটিলতা হলে জেলা প্রশাসনের এলএ শাখার মাধ্যমে আমাদের উপস্থিতিতে সমাধান করতে পারি। এই জায়গা নিয়ে এক সপ্তাহের মধ্যেই সরকারি আমিন দিয়ে মেপে দেয়া হবে। পৌর মেয়র আরও জানান, এই জায়গায় আগে যে লিজ নিয়েছে, তার লিজ ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হয়েছে।এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম