দেশজুড়ে

রাজৈরে চার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

মাদারীপুরের রাজৈর উপজেলার সীমানা জটিলতার কারণে বন্ধ হওয়া আমগ্রাম, বদরপাশা, হোসেনপুর ও খালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তফসিল ঘোষণা করেন।নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ মার্চ, বাছাই ২১ মার্চ, প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ, এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল।উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সীমানা জটিলতার কারণে ইতিপূর্বে রাজৈরের চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমান তফসিল ঘোষণার মাধ্যমে আগামী দিনে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর