আইন-আদালত

ইবির ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে দেয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ৮৮ জন শিক্ষার্থীর পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ইবির ‘এফ’ ইউনিটের (গণিত ও পরিসংখ্যান) ভর্তি পরীক্ষা গত বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাতিলের সিদ্ধান্তের আগেই ওই দুটি বিভাগে ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। আদালত সেসব শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে বলেছেন।এছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের অবস্থান কী হবে, তা চূড়ান্ত আদেশে জানা যাবে বলে জানান এ আইনজীবী।এফএইচ/আরএস/পিআর