ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা আগামী ১৬ মার্চ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। মঙ্গলবার দুপুরে তিনি জাগো নিউজকে এ কথা বলেন। ৮৮ জন শিক্ষার্থীর পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের একটি রায়ে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়। ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, আদালত তার আদেশে বলেছে, গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ‘এফ’ ইউনিট সংক্রান্ত সকল সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে কোনো বাধা নেই। ওই পরীক্ষায় ভর্তি বাতিলকৃত ১০০ জনের পরীক্ষা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া গত ৭ নভেম্বর অনুষ্ঠিত প্রথম ভর্তি পরীক্ষা এবং ১৬ মার্চ অনুষ্ঠিতব্য পুনঃভর্তি পরীক্ষার ফলাফল আদালতের কাছে হস্থান্তর করতে হবে। আদালত দুই পরীক্ষার ফল বিশ্লেষণ করে একটি চূড়ান্ত রায় দেবেন।ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস