মাদারীপুরের শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চরকাকইর সাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে জরুরি কাগজপত্র চুরির খবর পাওয়া গেছে।
এসময় ল্যাপটপ, প্রজেক্টরসহ দামি ইলেক্ট্রনিক্সের দ্রব্যাদি না নিয়ে শুধু কাগজপত্র চুরি ও নষ্ট করার ঘটনায় হতবাক এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরাসহ বেশ কিছু আসবাবপত্র ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র লুট করে। এসময় আলমিরাতে রাখা বিভিন্ন সনদপত্র, শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, সকালে স্কুলে গিয়ে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে অন্য শিক্ষকদের খবর দেই। অফিসের সবগুলো আলমারি ভেঙে সনদপত্র, উপবৃত্তি সংক্রান্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় কাগজ চুরি হয়। তাছাড়া শিক্ষকদের চাকরি সংক্রান্ত কাগজপত্রের ফাইলও চুরি গেছে। আর কিছু কাগজপত্র ছিড়ে নষ্ট করা হয়েছে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এটা করেছে বলে মনে হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
নাসিরুল হক/এফএ/জেআইএম