বজ্রপাতে ফেনীর দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ ছাত্রী আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর গুরুতর আহত পাঁচজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের দেখতে হাসপাতালে ছুটে যান।
স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, প্রচণ্ড ঝড় ও বজ্রপাতের কারণে স্কুলের ১২ ছাত্রী অচেতন হয়ে পড়ে।
জহিৱুল হক মিলু/এআরএ/পিআর