দেশজুড়ে

যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংর্ঘষে মোজাফ্ফর রহমান রাজা (৩৭) নিহত হয়েছেন। পুুলিশ এ ঘটনায় শেখ শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষ্ণনগর এলাকায় একটি পুকুরের দখল নিয়ে স্থানীয় ফরিদ মোল্লা ও নিহত মোজাফফর রহমান রাজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময়ে প্রতিপক্ষরা মোজাফ্ফর রহমান রাজাকে রড দিয়ে পিটিয়ে জখম করেন।  পরে দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজা মারা যান। নিহত রাজা কৃষ্ণনগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে ও স্থানীয় যুবলীগের কর্মী বলে পুলিশ জানায়। এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে বিকেলে নিহত রাজার পক্ষের লোকজন প্রতিপক্ষ শহিদুল ইসলামের একটি কুড়ে ঘরে অগ্নিসংযোগ করে।  পুলিশ ঘটনাস্তলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময়ে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কৃষ্ণনগর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে শেখ শহিদুল ইসলামকে পুলিশ আটক করেছে। বিকেলে ঘটনাস্থলে থাকা বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জাগো নিউজকে জানান, সকালে সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত ফরিদ মোল্লা ও শহীদ গ্রুপের সঙ্গে কৃষ্ণনগর এলাকার একটি পুকুরের দখল নিয়ে নিহত মোজাফ্ফর রহমান রাজার সংর্ঘষ হয়। এসময়ে প্রতিপক্ষের রডের আঘাতে মোজাফফর রহমান রাজা গুরুতর জখম হন। দুপুরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি আরও জানান, নিহত ও আহতদের সবাই সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তবে এখনও থানায় কোন মামালা হয়নি।এমজেড/আরআইপি