ঝিনাইদহে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জামায়াত ও শিবিরের দুই কর্মীসহ বিভিন্ন মামলায় ২৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।ঝিনাইদহের পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য শফিকুল ইসলাম জানান, নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের দায়ের হোসেনের ছেলে জামায়াতকর্মী মনির হোসেন (৫০) ও ঝিনাইদহ শহর থেকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শাকদহ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শিবিরকর্মী মকলেছুর রহমানকে (২৭) আটক করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলার আসামি আটকের জন্য পুলিশ রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ অভিযানকালে সদর উপজেলা থেকে ৯ জন, শৈলকুপা থেকে ৩ জন, কালীগঞ্জ থেকে ৯ জন, মহেশপুর থেকে ৫ জন ও হরিণাকুণ্ডু উপজেলা থেকে ১ জনকে আটক করা হয়। বর্তমানে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।আরাফাতুজ্জামান/এসএস/আরআই