দেশজুড়ে

বাগেরহাটে মৎস্য ঘের থেকে ৩০ লাখ টাকার মাছ লুট

বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে ৩টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ লুট করে নেয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মঙ্গলবার ক্ষতিগ্রস্থদের পক্ষে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাজী আব্দুল বারেক খান, আব্দুল ছালাম খান ও আব্দুল মতিন খানের মৎস্য ঘেরে  দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ ধরে নেয়।মৎস্য ঘের মালিক আব্দুল মতিন খান জানান, বাগেরহাট সদর উপজেলার পারনোয়াপাড়া গ্রামের নওয়াপাড়া মৌজায় প্রায় ১৩ একর জমির উপর এ তিনটি  মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। মৎস্য ঘেরে চিংড়ি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সাদা মাছ ছাড়া হয়েছে। এ অবস্থায় সোমবার রাতে তাদের চাষকৃত ৩টি মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। অপর মৎস্য চাষী আব্দুস সালাম খান জানান, মঙ্গলবার সকালে তিনি মৎস্য ঘেরে গিয়ে দেখেন পানিতে মৃত অবস্থায় অসংখ্য মাছ ভেসে রয়েছে। পরে তিনি ভাইদের জানালে তারা ঘটনাস্থলে ছুটে যান। মাছ চুরির ঘটনা জেনে তারা কান্নায় ভেঙে পড়েন। ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ীদের দাবি, তাদের ওই ঘের থেকে প্রায় ৩০ লাখ টাকার মাছ দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী সমিতি তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।শওকত আলী বাবু/এসএস/আরআইপি