দেশজুড়ে

সুন্দরবনে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ শুরু

সুন্দরবনে ডুবে যাওয়া সারবোঝাই এম ভি জাবালে নূর লাইটারেজ জাহাজটির উদ্ধার কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন লাগিয়ে জাহাজের অভ্যন্তরে থাকা গলিত পটাশ সার অন্য কার্গোতে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে, শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন আহমেদ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, বর্তমানে ১টি মেশিন দিয়েই এ কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে আরও একটি বালু উত্তোলনকারী মেশিন আনা হচ্ছে। সেটি ঘটনাস্থলে পৌঁছালে দুটি মেশিনের মাধ্যমে কার্গোর মধ্যে থাকা গলিত পটাশ সার  দ্রুত অপসারণ করা সম্ভব হবে। এদিকে বুধবার রাতে শরণখোলা থানায় ১ কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করে সারবাহী লাইটারেজ জাহাজ এম ভি জাবালে নূর এর মালিক আমিনুল ইসলাম, চালক মো. হাফিজুর রহমানসহ ওই কার্গোর ৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আর শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা বনসংরক্ষ (ফরেস্ট রেঞ্জার) এসিএফ কামাল উদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত লাইটারেজ জাহাজটি মংলা বন্দরের অদূরে পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে ৬শ ৭০ মেট্রিক টন পটাশ সার বোঝাই করে গত ১ মে আশুগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চরে সোমবার সন্ধ্যায় আটকা পড়ে। মঙ্গলবার বিকেলে জাহাজটির তলা ফেটে পটাশ সার সুন্দরবনের ভোলা নদীতে ছড়িয়ে পড়তে শুরু করে। এক পর্যায়ে কার্গোটি কাত হয়ে এর একটি অংশ ডুবে যায়। শওকত আলী আশরাফী/এসএস/পিআর