নারায়ণগঞ্জের ফতুল্লায় খোলা বাজারে অবৈধভাবে মোবাইল বিক্রির সময় নারী-পুরুষ দুই বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নকল ১৪টি স্যামসাং গ্ল্যাক্সি এস-৫ মোবাইল উদ্ধার করা হয়। আটক একজনের নাম লিয়াসিয়া ফো অপরজনের নাম গেয়া জিজি। তারা চায়না ফুজিয়ানের বাসিন্দা।বুধবার বিকেল ৫টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মুন্সিখোলা চেকপোস্টে (নারী পুলিশ) এএসআই ফরিদা খনম টগর তাদের দু’জনকে আটক করে।এএসআই টগর জানান, দুইজন বিদেশি নাগরিক খোলা বাজারে দামী মোবাইল কম দামে বিক্রি করছে স্থানীয়রা এমন অভিযোগ চেকপোস্টে এসে জানায়। পরে তাদের কাছে গেলে তারা পুলিশ দেখে দৌঁড়ে গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গাড়ি আটক করে তাদের নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বাংলা ও ইংরেজি ভাষা বুজে না এবং কোথায় থাকে তারও কোনো ঠিকানা বলতে পারেনি। তখন তাদের পাসপোর্ট ভিসা দেখতে চাইলে তারা ফটো কপি বের করে দেয়। তবে তারা ১৪টি মোবাইলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোবাইলগুলো নকল স্যামসাং গ্ল্যাক্সি এস-৫। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত নাম ঠিকানা যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।শাহাদাৎ হোসেন/এমএএস/আরআই