দেশজুড়ে

নরসিংদীতে পুলিশ-ডাকাত গোলাগুলি, গ্রেফতার ১

নরসিংদীতে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন শহরের চিহ্নিত ডাকাত দেলোয়ার হোসেন দেলু।

রোববার ভোরে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং ব্রিজ এলাকা থেকে নরসিংদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার দেলুর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাদিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দেলোয়ার একজন কুখ্যাত ডাকাত ও অস্ত্রবাজ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, খুনসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ ডাকাত দেলোয়ারের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনে ১৯ ধারায় একটি মামলা দায়ের করেছে।

সঞ্জিত সাহা/এফএ/আরআইপি