দেশজুড়ে

বাংলাদেশে সার সংকট নেই : শিল্পমন্ত্রী

বাংলাদেশ আজ সারে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশে সার সংকট নেই। বর্তমানে দেশে সারের চাহিদা ৭ লাখ মেট্রিক টন, আর মজুদ আছে ৯ লাখ মেট্রিক টন সার। এখন আর আমাদের সার আমদানী করতে হয় না।

রোববার দুপুরে নরসিংদীর পলাশের ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় বিসিআইসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী/উপসহকারী প্রকৌশলীদের ১৪ সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ সম্মেলন কক্ষে বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল হকের সভাপতিত্বে এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পলাশের সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, সাবেক সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র শরিফুল হক শরিফ।

এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশকে উন্নত করার জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছেন। নবনিযুক্ত প্রকৌশলীরাই বিসিআইসির ভবিষ্যত কর্ণধার। তারা বিসিআইসির উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

সঞ্জিত সাহা/এফএ/আরআইপি