টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে ট্রাকচাপায় ইমরান (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান সদর উপজেলার আনুহলা গ্রামের আমজাদ মিয়ার ছেলে।হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, দুপুরে ইমরান মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে বাইপাস এলাকার একটি দোকানের কর্মচারী ছিলো।এসএস/পিআর