জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাটে বাল্যবিয়ে বন্ধ করল উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার রাতে এ ঘটনা ঘটে।কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানা ও কালাই থানা পুলিশকে এলাকাবাসী বাল্যবিয়ের বিষয়টি অবগত করেন। এ ব্যাপারে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় বিয়ের প্রস্তুতির জন্য কনের বাবা মোলামগাড়ীহাটের মজিদ মিয়া (৫০) কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ইউএনও’র নির্দেশে মুচলেকা নিয়ে কনের বাবাকে ছেড়ে দেওয়া হয় যাতে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে না দিতে পারে। তিনি আরো জানান, এসময় কনের বাড়িতে পাত্র পক্ষকে দেখতে না পাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।এসএস/পিআর