দেশজুড়ে

‘সাংবাদিকের ওপর হামলা মানে পুলিশের ওপর হামলা’

সাংবাদিকের ওপর হামলা মানে পুলিশের ওপর হামলা বলে উল্লেখ করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। তিনি বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না।

জেলায় যোগদানের এক বছর অতিবাহিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পুলিশ সুপার জায়েদুল আলম।

এ সময় সাবেক প্রেসক্লাব সভাপতি ও জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জলের ওপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ করেন পুলিশ সুপার।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখেন। তারা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও সমপরিমাণ ভূমিকা রাখেন। কাজেই সাংবাদিকদের ওপর হামলা মেনে নেয়া হবে না। এ সময় পুলিশের কাজে সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পুলিশ সুপার।

সমসাময়িক ঘটনা-সভ্যতার আলো পত্রিকার সম্পাদকের ওপর হামলার বিষয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ এসব বিষয়ে কোনো ছাড় দেবে না। সাংবাদিকদের আমরা সবচেয়ে কাছের বন্ধু ও সহকর্মী মনে করি।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (টঙ্গিবাড়ি ও সিরাজদিখান সার্কেল) কাজি মাকসুদা লিমা, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী, ডিআইও(১) নজরুল ইসলাম, গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর ও সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম