প্রায় ১০ বছর আগে বাবা বিভূতি কর্মকার ও ৭ বছর আগে মা রুপালী কর্মকার সংসারের মায়া ছেড়ে চলে যায়। দুই ভাই-বোন হয়ে যায় এতিম। ক্ন্তিু তারপরেও হাল ছাড়েনি মেধাবী উজ্জ্বল কর্মকার। সে জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের বানারসি কর্মকার পাড়ায় বোনের বাড়িতে থেকে লোহা পেটানোর কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।উজ্জ্বলের ভগ্নিপতি লিটন চন্দ্র কর্মকার জানান, দিনে আমার সাথে কাজ করে আর রাতে জেগে পড়াশোনা করে। সে তার কষ্টের যথার্থ ফল পেয়েছে।ভাদশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চৌধুরী বললেন, সমাজের বিত্তবানদের সহায়তা পেলে পড়ালেখা শেষ করে উজ্জ্বল একদিন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।এসএস/এমএস