দেশজুড়ে

ইলিশ ধরার অপরাধে পদ্মায় ১৪ জেলের কারাদণ্ড

পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাতভর অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয় ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের নেতৃত্বে পদ্মা নদীর শিবচর অংশের ১২ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো কাঁঠালবাড়ি ঘাট ও পদ্মার চরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সকালে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় দান করা হয় । অভিযানে শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ জানান, প্রজনন মৌসুমে ইলিশ ধরা সরকার সম্পূর্ণ নিষেধ করেছে। তবুও রাতের আধারে কিছু অসাধু জেলে মাছ ধরার প্রচেষ্টা অব্যাহত রাখে। ভোর রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এনএফ/জেআইএম