দেশজুড়ে

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে সোহাগ হোসেন (২২) নামের ১ জন নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রামের আসলাম হোসেনের ছেলে।এলাকাবাসী জানান, মেধাবী ছাত্র ছিলেন সোহাগ হোসেন। পড়াশোনা নিয়ে সব সময় মগ্ন থাকায় হঠাৎকরে তার মানসিক সমস্যা দেখা দেয়। সোমবার সকালে তিনি খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। স্থানীয়রা সেসময় তাকে উদ্ধার করে বাড়ি নেবার পথে তার মৃত্যু হয়।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এমজেড/এমএস