দেশজুড়ে

লক্ষ্মীপুরে ১০ মণ জাটকা জব্দ, আটক ৪

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ৪ জেলেকে আটক করা হয়।

এর মধ্যে দুইজনকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম বদরুদ্দোজা জরিমানা করেন। জেলে মো. ফারুক ও মো. সাদেকের তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, সদর উপজেলার মেঘনা নদীর মজুচৌধুরীর হাট এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

এ সময় ১০ মণ জাটকা, ৩টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চারজনকে আটক করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।

দুপুরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের মধ্যে জেলে ফারুক ও সাদেককে হাজির করা হলে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রতিবন্ধী ও শিশু হওয়ায় দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা, পরিবহন ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এএম/জেআইএম