দেশজুড়ে

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজাহান আটিয়া (৬০) নিহত হয়েছেন। রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের কচুয়ায় শুক্রবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি মারা যান।

তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শাহজাহান বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এমএএস/এমএস