নওগাঁর রানীনগর উপজেলায় রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আফরিন জাহান অফিস চলাকালীন সময়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে এক রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে সিজার করানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অফিস চলাকালে চিকিৎসক আফরিন জাহান বেসরকারি হাসপাতাল রানীনগর ক্লিনিকে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। ক্লিনিক পরিদর্শনের সময় বেলা ১২টার দিকে সিভিল সার্জন একেএম মোজাহার হোসেন বুলবুল অস্ত্রোপচার করা অবস্থায় ওই চিকিৎসককে দেখতে পান। বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আহসানকে জানান। অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার কেন জানতে চেয়ে ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্ত চিকিৎসককে তার ভুল স্বীকার করে তিন দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।সিভিল সার্জন একেএম মোজাহার হোসেন বুলবুল জাগো নিউজকে জানান, অফিস সময়ে রানীনগর ক্লিনিকে ওই চিকিৎসককে অস্ত্রোপাচার করার সময় হাতেনাতে ধরে ফেলি। তাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে উপযুক্ত জবাব না দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়া হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আহসান জাগো নিউজকে জানান, আমাকে না জানিয়ে ওই চিকিৎসক বেসরকারি ক্লিনিকে অফিস চলাকালীন সময়ে অস্ত্রোপচার করতে গিয়েছিলেন। সরকারি হাসপাতালের অফিস সময়ে চিকিৎসকদের বাইরে কোনো ক্লিনিকে সেবা দেওয়ার নিয়ম নেই।এমজেড/পিআর