নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৭৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দা এলাকার মুক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীনের ছেলে মহিউদ্দিন (২৯), একই এলাকার মামুনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল আজিজের ছেলে মিঠু (৪০) ও গোগনগর বাড়ীরটেক এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে রহমান (৩২)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী এনামুল জানান, মাদকবিরোধী ও অপরাধ দমনে অভিযান চলাকালে কাশিপুর হাটখোলায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী মহিউদ্দিন, মিঠু ও রহমান এলাকার বহিরাগত হয়েও বিভিন্ন স্থান থেকে মাদক কিনে খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
শাহাদাত হোসেন/এফএ/জেআইএম