পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ ধরার ট্রলার ডুবে মিজানুর (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
মিজানুর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী গ্রামের বাইগোন আলীর ছেলে। এ সময় ওই ট্রলারে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মরদেহটি বাড়িতে নিয়ে আসা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে এফবি ইব্রাহিম নামে মাছ ধরার একটি ট্রলার মঙ্গলবার বিকেলে গভীর বঙ্গোপসাগরে ডুবে যায়। খবর পেয়ে সন্ধ্যায় একটি ট্রলার সাগরে জেলেদের উদ্ধারে গেলে মিজানুরের মরদেহসহ সাত জেলেকে জীবিত উদ্ধার করে।
এফএ/আরআইপি