শ্রেণি কক্ষে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের তিন জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গণিত বিভাগের সেমিনার কক্ষে নবম ব্যাচের শিক্ষার্থী আসিফ খান ফাহাদকে অন্য চেয়ারে বসতে বলেন একই বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী হাসান আল মাহমুদ। কিন্তু অন্য চেয়ারে বসতে ফাহাদ অস্বীকার করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। ঘটনার এক পর্যায়ে ফাহাদ ও রকিবুল ইসলাম রিয়াদ প্রশাসনিক ভবনের সামনে হাসানের বন্ধু জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের অনুসারী গণিত বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শাহ আলমকে মারধর করে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের সামনেই সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ইংরেজী বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাইফুল, হিসাব বিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের রুবেল, ম্যানেজমেন্ট বিভাগের সপ্তম ব্যাচের শরিফ, নবম ব্যাচের সবুজ এবং মিল্টনসহ দশ থেকে পনের জন ছাত্রলীগকর্মী লাঠি,রড নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। এ সময় সভাপতি এফএম শরিফুল ইসলামের অনুসারী হিসাব বিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তরিকুল ও রাসেলকে মারধর করে। এতে তরিকুলের ডান চোখের নিচে আঘাত লাগে। পরে তরিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোতয়ালী থানার ওসি আবুল হাসান বলেন, ঘটনার পরেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।এসএম/এসকেডি/এমআরআই