দেশজুড়ে

কুয়াকাটায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কুয়াকাটার মৎস্যবন্দর আলীপুর ফেরী ঘাট এলাকার ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার সন্ধ্যার পরে কুয়াকাটা নৌ পুলিশের উদ্যোগে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এফএম আবু সুফিয়ানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়াখালী নদী ও আন্ধারমানিক নদীর মোহনা থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৫ হাজার মিটার বেহুন্দী জাল ও ৫ হাজার মিটার নেট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য হয়েছে ৭৫ হাজার টাকা। পরে সন্ধ্যা ৭টার দিকে মৎস্য বন্দর আলীপুর এনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাখাওয়াত হোসেন, এ এসআই মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএআর/জেআইএম