দেশজুড়ে

কুয়াকাটায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পর্যটন নগরী কুয়াকাটায় মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের আইন কর্মকর্তা (উপ-সচিব) মাহাবুবুর রহমান ফারুকী। এসময় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ ও পুলিশের বিশেষ একটি দল। এসময় কুয়াকাটায় সড়ক ও জনপদের পরিচালিত অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপান উচ্ছেদ করা হয়েছে।

আইন কর্মকর্তা (উপসচিব) মাহাবুবুর রহমান ফারুকী জানান, এটি একটি চলমান অভিযান। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা র্নিমাণকারীদের বারবার নোটিশসহ তাগিদ দেয়া হলেও তারা এসব অপসারণ করেননি। তাই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কাজী সাঈদ/আরএ/জেআইএম