দেশজুড়ে

ভিসার মেয়াদোত্তীর্ণ ৪ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস তল্লাশি করে দুই নারীসহ চার মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।  তাদের বাংলাদেশে থাকার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার অপরাধে রোববার দুপুরে আটক করা হয়। আটকরা হলেন, মিয়ানমার মংডো এলাকার ওমর আলীর ছেলে মুহ্মাদ ইদ্রিস (২৭) পাসপোর্ট নম্বর ১৬৪৬, জহির আলমের স্ত্রী ইয়াসমিন আকতার (৪০) পাসপোর্ট নম্বর ৮১৩৭, তার মেয়ে রুকাইদা বেগম (২৩) পাসপোর্ট নম্বর-৮১৩৮ ও ছেলে নবী আলম (৬)।  তাদের বাংলাদেশে অবস্থানের সময়সীমা ছিল ৪ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত। কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক ইমরান উল্লাহ সরকার জাগো নিউজকে জানান, আটকরা চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন।  আইনগত ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।  উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, আটকদের বিকেলে টেকনাফ ইমিগ্রেশনে পাঠিয়ে দেয়া হয়েছে।  মেয়াদের অতিরিক্ত সময় বাংলাদেশে অবস্থান করায় তাদের কাছ থেকে জরিমানা নিয়ে স্বদেশে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সায়ীদ আলমগীর/এমজেড/এমআরআই