দেশজুড়ে

বৃষ্টিতে ভিজে প্রচারণা

বৃষ্টি উপেক্ষা করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধা-৫ আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

মঙ্গলবার বিকেলে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) নিজ নির্বাচনী এলাকার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৃষ্টিতে ভিজে প্রচার-প্রচারণা চালান তিনি।

পথসভায় ফজলে রাব্বী মিয়া বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি প্ল্যাটফর্ম। স্বাধীনতাবিরোধী আর আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের বিএনপিতে স্থান দিয়ে জিয়াউর রহমান দেশ ধ্বংসের চেষ্টা করেছিল। একাদশ নির্বাচনে বিএনপি নেতারা ড. কামালের ওপর ভর করে নির্বাচন বানচালের অপচেষ্টা করছেন। এই অপচেষ্টা সফল হতে দেবে না দেশের জনগণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন- সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইয়াকুব আলী, পদুমশহর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজল হক ও উপজেলা যুবলীগ নেতা মাজু মিয়া প্রমুখ।

এদিকে, বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের কাছে গিয়ে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার পথসভা করেছেন। একই সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন তিনি।

তার পথসভায় উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম জয়, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নান্টু ও উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদা মিয়া প্রমুখ।

এএম/আরআইপি