দেশজুড়ে

ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ইঞ্জিনভ্যান উল্টে চালক শাহ জামাল (৪২) নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শাহ জামাল বিচলি কিনে ইঞ্জিনভ্যান নিয়ে আসছিলেন। তুয়ারডাঙ্গা নামক স্থানে পৌঁছালে ভ্যানটি উল্টে চাপা পড়ে নিহত হন তিনি।

আকরামুল ইসলাম/এফএ/এমএস