দেশজুড়ে

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের তেরকাটি খাল এলাকা থেকে মাংসগুলো জব্দ করা হয়।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা কবির উদ্দীন জানান, হরিণ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদে সুন্দরবনের মধ্যে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে তেরকাটি খাল এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে কোনো শিকারীকে আটক করা সম্ভব হয়নি।

আকরামুল ইসলাম/এফএ/এমএস