সাতক্ষীরার তালা সেটেলমেন্ট অফিসের নৈশ প্রহরী বাবু লাল রায় (৫৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা পুরাতন থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু লাল রায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত নান্টু লাল রায়ের ছেলে।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, রাতের ডিউটি শেষ করে শুক্রবার সকালে ভাড়ার মোটরসাইকেলে বাবু লাল বাড়িতে ফিরছিলেন। পুরাতন থানা পার হলে মালবাহী ট্রাকের ধাক্কায় তিনি পড়ে গেলে ট্রাকটি তার উপর দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
আকরামুল ইসলাম/এফএ/এমএস