সানি লিওন মানেই উন্মাদনা। যেখানেই যান কেড়ে নেন সবার মনযোগ। নীল দুনিয়া থেকে এসে বলিউডে এখন তিনি শক্ত অবস্থানে নিজেকে প্রতিষ্ঠায় ব্যস্ত রয়েছেন।
এরইমধ্যে সম্প্রতি ভাইরাল হলো সানির একটি ভিডিও। সেখানে একটি চা বাগানে স্বামীর সঙ্গে দেখা গেছে সানি লিওনকে।
ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১৮ মিলিয়নে ছুঁয়ে গিয়েছে সানি লিওনে। সেই আনন্দে ভক্তদের ভিডিও পোস্ট করলেন সানি। এটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি শিলিগুড়ির একটি চা বাগানে। স্বামী ড্যানিয়েল ওয়েবরকে নিয়ে সেই চা-বাগান থেকেই সিম্বা ছবির সুপারহিট গান ‘আঁখ মারে’ গানের তালে নেচে ভিডিও করেন সানি।
ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য উৎফুল্ল হয়েই যে ভিডিও পোস্ট করেছেন, তাও তিনি জানিয়ে দেন। বহু দিন পরে সানির এমন খোশ মেজাজের ভিডিও দেখে উচ্ছ্বসিত তার ভক্তরাও।
তবে সানি লিওন শিলিগুড়িতে কী জন্য এসেছিলেন তা জানা যায়নি।
View this post on InstagramA post shared by Sunny Leone (@sunnyleone) on Jan 20, 2019 at 12:18am PST
এলএ/এমকেএইচ