ইতালির রাজধানী রোমে শ্রী শ্রী সার্বজনীন হিন্দু পূজা মন্দিরের উদ্বোধন করা হয়েছে। এটি রোমে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উপাসনালয়। গত রোববার (৩ ফেব্রুয়ারি) তরপিনাতারা ভিয়া গুইদা কোরায় এই মন্দিরের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোমে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মানস মিত্র। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এ যেন প্রবাসে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক টুকরো আপন ভূমি।
মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জিব দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোবেল শাহ ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায়ের যৌথ পরিচালনায় ভারত, ইতালি, বাংলাদেশসহ বিভিন্ন দেশের হিন্দু মন্দিরের পরিচালকরা বক্তব্য রাখেন।
মন্দিরের উদ্বোধনী দিনে শুরুতেই দেবগৃহ যজ্ঞ, ঘট স্থাপন, হোম যজ্ঞ, গীতা যজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্প অভিষেক, তুলসী আরতি, প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে নতুন মন্দির পেয়ে রোমে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের সবাই আনন্দে আত্মহারা। প্রবাসে নির্দিষ্ট একটি আরাধনালয় পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
এমএমজেড/জেআইএম