বিনোদন

আবারও ভাইরাল শাহরুখ খানের মেয়ে

সোশ্যাল মিডিয়াতে সব সময় সবর থাকেন শাহরুখ খানের মেয়ে সুহানা। নিজের ইনস্ট্রাগ্রামে প্রায় কোনো না কোনো পোস্ট থাকে তার। কোথায় যাচ্ছেন? কী করছেন? তুলে ধরেন ছবি পোস্ট করে, দারুন সব ক্যাপশন লিখে। মাঝে মধ্যে আলোচনা সমালোচনারও শিকার হন।

বিভন্ন সময় এসব পোস্টের জন্য ট্রোলের শিকারও হতে হয়েছে শাহরুখ কন্যাকে। এবারও বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোস্ট করে ট্রোল হয়েছেন সুহানা। বানান ভুল করে এবার ভাইরাল হয়েছেন শাহরুখ খানের মেয়ে।

      View this post on Instagram

Party Time.. .. .. #suhanakhan #bollywood #iamsrk #gaurikhan #abramkhan #sharukhan

A post shared by Suhana (@suhanaakhan2) on Jan 15, 2019 at 4:28am PST

পার্টি করার ছবির ক্যাপশানে সুহানা Friends শব্দটি লিখেছেন, যার বানান ভুল। যে কারণে কেউ সুহানাকে সঠিক বানান লেখার পরামর্শ দিয়েছেন, কেউ বা আবার ফ্রেন্ডস বানান সুহানা জানেন না বলে সমালোচনা করেছেন। কেউ আবার সুহানাকে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত, লন্ডনের আর্ডিংলি কলেজে পড়েন শাহরুখ কন্যা। আপাতত সেখানেই থাকেন তিনি। পড়াশোনার পাশাপাশি অভিনয়ও শিখছেন সেখানেই। খুব শিগগিরই হয়ত বলিউডে দেখা যাবে সুহানা খানকে।

এমএবি/এলএ/এমএস