দেশজুড়ে

ভুল চিকিৎসায় মৃত্যুমুখে ফারজানা

‘মেয়ের কানের টিউমারের চিকিৎসা করাতে ডা.জাহিদুল ইসলামের কাছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ডাক্তারের সহকারী শরিফ বুশরা হাসপাতালে পাঠান। বলেন সেখানে ভালো চিকিৎসা হবে। এরপর ডা. জাহিদুল ইসলামের চিকিৎসাপত্র অনুযায়ী সোমবার বুশরা হাসপাতালে ভর্তি করি। বুশরা হাসপাতাল কর্তৃপক্ষকে বলে দেন ডাক্তারের সহকারী শরিফ। সেখানে অপারেশনের সময় ভুল ইনজেকশন পুশ করায় মেয়েটা এখন মৃত্যুশয্যায়।’

উৎকণ্ঠা নিয়ে কথাগুলো বলছিলেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম।

তিনি জানান, মেয়ে ফারাজানা আক্তার (৬) স্থানীয় নলতা নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। সোমবার বুশরা হাসপাতালে মেয়ের কানের টিউমার অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারে ডাক্তারের চিকিৎসাপত্রের চিকিৎসা প্রদান না করে ভুল ইনজকেশন পুশ করে তাকে মৃত্যুর পথে ঠেলে দেয়। বর্তমানে ফারজানা বেসরকারি সিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সেখানকার চিকিৎসক জানিয়েছে ফারজানার অবস্থা আশঙ্কাজনক। ৭২ ঘণ্টা না গেলে কোনো কিছু বলা সম্ভব নয়। বুশরা হাসপাতাল কর্তৃপক্ষ ও ডা. জাহিদুল ইসলাম তার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন এই বাবা।

এ বিষয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে আমি যে চিকিৎসাপত্র দিয়েছিলাম বুশরা হাসপাতাল কর্তৃপক্ষ সে অনুযায়ী তাকে চিকিৎসা প্রদান করেনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

অপরদিকে বুশরা হাসপাতালের দায়িত্বে থাকা আনিসুর রহমান আনিস জাগো নিউজকে বলেন, ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী আমরা ফারজানাকে চিকিৎসা প্রদান করি। অপারেশনের প্রস্তুতির আগে এন্টিবায়োটিক সেপটন দেয়া হয়। তখন প্রতিক্রিয়া শুরু হলে অপারেশন বন্ধ করা হয়। বর্তমানে মেয়েটিকে পার্শ্ববর্তী সিবি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা আর্থিকসহ সার্বিক সহযোগিতা করছি।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম