দেশজুড়ে

চুরির অপরাধে যুবককে আটকে রেখে দিনভর নির্যাতন, গ্রেফতার ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া এলাকায় চুরির অপবাদে হতদরিদ্র এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়েছে। মঙ্গলবার (৭ মে) দিনভর ওই যুবককে নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় বুধবার রাতে সুমন হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক সুমন উপজেলার বয়ারসিং এলাকার মৃত কাশেমের ছেলে।

নির্যাতনের শিকার যুবকের নাম আকরাম হোসেন তালুকদার (৩৫)। তিনি উপজেলার হেঞ্চিগ্রামের কাশেম তালুকদারের ছেলে। বর্তমানে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আকরাম।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জাগো নিউজকে জানান, সুমন হোসেনের বাড়িতে চুরির অপবাদে আকরামকে আটক রেখে দিনভর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় আকরামের মা লায়লা বেগম বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এজাহার নামীয় বাকি পাঁচ আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।

আকরামুল ইসলাম/এমএসএইচ/জেআইএম