সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের দখল ও জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ফলার আঘাতে আব্দুল আওয়াল (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওয়াল ওই গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরকারি একটি জলাশয়ের দখল ও জমি-জমা নিয়ে বৃ-আঙ্গারু গ্রামের আব্দুল্লাহ এবং সোলাই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে দফায় দফায় সালিশ-বৈঠকও হয়েছে। ওই বিরোধের জেরে রোববার সকালেও সালিশি বৈঠক বসার কথা ছিল। কিন্তু বৈঠকের বসার আগেই কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুল্লাহ গ্রুপের লোকজন সোলাই গ্রুপের আওয়ালকে ফলা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আওয়ালের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/এমবিআর/জেআইএম