সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেয়া আগুনে নবীর উদ্দিন (৫৫) নামে এক কৃষকের ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। সোমবার (৯ ডিওসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের এ ঘটনা।
নবীর উদ্দিন জানান, তার গোয়াল ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। রাতে মশার কয়েলও জ্বালানো ছিল না। কেউ শত্রুতা বশত তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। আমার আত্মচিৎকারে পাড়ার প্রায় সবাই এসে আগুন নিভানোয় যোগ দেন। কিন্তু তার আগেই গোয়ালের ৩টি বড় মহিষ ও ৩টি বাছুর পুড়ে ঝলসে গেছে। এ সময় মহিষ বাঁচাতে গিয়ে তার ছেলে শিপনের (২৫) শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এমএমজেড/জেআইএম