কথা রাখল স্বেচ্ছসেবী সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট। পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাঁড়োরা গ্রামের শারীরিক প্রতিবন্ধী রিয়াদের পাশে দাঁড়াল তারা। গত বৃহস্পতিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে একটি নতুন হুইল চেয়ার তার পরিবারের কাছে হস্তান্তর করেন সংগঠনটির কর্মীরা।
একই সঙ্গে রিয়াদের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার ৭৯০ টাকা প্রদান করা হয়। এর আগে জাগো নিউজে ‘একটি হুইল চেয়ারের জন্য মায়ের আকুতি’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে এগিয়ে আসে সংগঠনটি।
হুইল চেয়ার দেয়ার সময় সাংবাদিক পবিত্র তালুকদার, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সাগর, আবদুল ওয়াহিদ বকুল, সাগর হোসেন, শিহাব আকরাম, মনিরুজ্জামান মণিসহ সংগঠনটির কর্মীরা উপস্থিত ছিলেন।
ছেলের জন্য হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত রিয়াদের মা রুবিয়া খাতুন বলেন, একটি হুইল চেয়ারের জন্য কত কষ্টই না করতে হয়েছে আমার ছেলেকে। কতজনের কাছে ঘুরতে হয়েছে! আজ সত্যিই আনন্দ লাগছে। আমার ছেলের (রিয়াদ) অনেকটা কষ্ট কমে গেল।
এমএএস/জেআইএম