দেশজুড়ে

চালু হলো সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

অবশেষে প্রতিষ্ঠার ৯ বছর পর মুজিববর্ষের প্রথম দিনে চালু হলো কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এ সময় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজাল এবং বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবালসহ চিকিৎসক, রাজনীতিকবিদ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর আজ থেকে এ হাসপাতালে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, চক্ষু, কার্ডিওলজিসহ ৯টি বিভাগ চালু হলো। গত ১৫ আগস্ট সীমিতভাবে হাসপাতালে বহির্বিভাগের কার্যক্রম চালু হলেও জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগ পূর্ণাঙ্গভাবে চালু ছিল না।

কিশোরগঞ্জের কৃতীসন্তান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে স্থাপিত ৫০০ শয্যার এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ায় এলাকাবাসী কিশোরগঞ্জেই উন্নত চিকিৎসাসেবা পাবে।

নূর মোহাম্মদ/এফএ/এমকেএইচ