পাবনায় ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন।এদের মধ্যে ১০ কর্মকর্তার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে চারজনের করোনা পজিটিভ এসেছে।
এ ঘটনায় ইসলামী ব্যাংক পাবনা শাখা লকডাউন ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার (৮ জুন) সকালে ব্যাংকের গেটে সাদা কাগজে ‘লকডাউন’ লেখা সাঁটানো দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংক পাবনা শাখার ২৫ কর্মকর্তা ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে চারজন কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি জানান, চার কর্মকর্তার করোনা শনাক্ত এবং ২৫ জনের অসুস্থতার কারণে ব্যাংকের প্রধান কার্যালয় শাখাটি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যতদিন না কর্মকর্তারা সুস্থ হচ্ছেন, ততদিন শাখাটি লকডাউন থাকবে বলে জানান হয়েছে। আপাতত ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে না, ব্যাংক পুরো বন্ধ থাকবে।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. আবু জাফর ইসলামী ব্যাংক কর্মকর্তাদের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
এমএএস/পিআর